মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
খাগড়াছড়িতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে শহীদ জিয়ার বেদীতে পুষ্প মাল্য অর্পণ, কেক কাটা, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে শহরের মুক্তমঞ্চে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ সভাপতি প্রবীনচন্দ্র চাকমা, সিনিয়র সহ সভাপতি আবু ইউছুফ, দলের প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বীথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ান, জেলা ছাত্র দলের সভাপতি সাহেদুল হোসেন সুমন সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। র্যালি ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন যুবদলের দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় প্রধান অতিথি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের কাছে যান দলের নেতা কর্মীরা। জনগণ কষ্ট পায় এরকম কোন আচরণ আপনারা করবেন না। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়ে গেছে। এখনো তারা নানা উপায়ে ষড়যন্ত্র করছে।এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।