ঢাকাFriday , 1 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থানে ছাগল, হাঁস ও মুরগি প্রদান।

দেশ চ্যানেল
August 1, 2025 3:22 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান, অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নের লক্ষ্যে ছাগল, হাঁস ও মুরগি প্রদান করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

১ আগস্ট শুক্রবার খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন উপকারভোগীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি্থত থেকে জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “এটা শুধু পশু বিতরণ নয়, নারীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ।”

উপস্থিত উপকারভোগী নারীরা জানান, সরকারি সহায়তায় এই প্রথম তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পেলেন। আয়োজকরা মনে করছেন, পশুপালনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবে, যা পরিবার ও সমাজে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। স্থানীয়রা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তৃণমূল পর্যায়ে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST