মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা এবং পার্বত্যাঞ্চলের ২জন গুণী সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজনে পার্বত্যাঞ্চলে গুনী সাংবাদিক সংবর্ধনা ও সাধারন সভা -২০২৪ এর আয়োজন করে খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ.কে.এম.মকছুদ আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু’র সঞ্চালনায় এবং প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম অধিবেশনে রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ.কে.এম.মকছুদ আহমেদ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্যকে গুণী সাংবাদিক হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। বান্দরবান জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া অজ্ঞাত কারণে অনুপস্থিত থাকায় তাকে সংবর্ধনা প্রদান করা সম্ভব হয়নি। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর সৈয়দ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্য, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি জাহিদ হাসান প্রমূখ।
বিকাল ৩টায় ২য় অধিবেশনে সকল সাংবাদিকের সম্মতিতে পূর্বের অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্য। প্রেসক্লাবের সদস্য নাজিম উদ্দিনের সঞ্চালনায় নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য-কে সভাপতি, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজের ব্যুরো প্রধান এইচ এম প্রফুল্ল-কে সাধারণ সম্পাদক, দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. দিদারুল আলম রাজু-কে সাংগঠনিক সম্পাদক করে নবগঠিত কার্যকরী কমিটি’র নাম ঘোষণা করেন অ্যাড. জসিম উদ্দিন মজুমদার। এছাড়া সহ-সভাপতি পদে মো. জহুরুল আলম, সহ-সভাপতি অ্যাড. মো. জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক, অর্থ সম্পাদক রিপন সরকার, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ হৃদয়, আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাফর সবুজ, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইউনুস, জয়ন্তী দেওয়ান, মো: জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম এবং ৮উপজেলা প্রেসক্লাবের সভাপতিদেরকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ২৫সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। অপরদিকে আরো ১৬জনকে সহযোগী সদস্য করা হয়েছে। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরো ৮জন।