মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
২০৩ পদাতিক ব্রিগেড এর মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই আইএনটি) এর তত্বাবদানে বিভিন্ন অসহায় লোকদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার খাগড়াছড়ি সেনা রিজিয়নে সাহায্য প্রাপ্তরা হলেন, গরিব ও বৃদ্ধ ব্যাক্তি হিসেবে মোঃ আব্দুল সাত্বার ফকির, মেয়ের হার্টের অপারেশনের জন্য মোঃ শহীদুল ইসলাম, কিডনি ও পৃত্বথলির টিউমার চিকিৎসায় ওমেন এিপুরা, চিকিৎসার জন্য
মোঃ সেলিম মিয়া, হিল আনসার রবিউল, প্রতিবন্দি হওয়ায় ঘর মেরামতের জন্য নজরুল ইসলাম, সন্তানের চিকিৎসায় মোঃ হাফিজুর রহমান, সাম্প্রদায়ীক দাঙ্গায় আহত এম সাইফুর রহমান, চেলের পায়ের অপারেশনের জন্য সাইফুর ইসলাম, উন্নত চিকিৎসার জন্য মোঃ আব্দুর রহিম, লিবার ক্যান্সার রোগের চিকিৎসায় রাম জ্যোতি এিপুরা, বড়দিন পালন উপলক্ষে রনি ত্রিপুরাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার পরিমান সর্বমোট ৫৩৭০৬০.০০ (পাঁচ লক্ষ সাত্রিশ হাজার ষাট) টাকা।

