মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২১ ডিসেম্বর রবিবার দুপুর ১.২০টায় খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে এই মানবিক সহায়তা প্রদান করেন জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।
উক্ত সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার ১৪ জন অসহায় ব্যক্তি’কে উন্নত চিকিৎসার জন্য ৪ জন অস্বচ্ছল রোগী, বাইতুল করিম মাদ্রাসা মেরামত, বসতবাড়ি নির্মাণের জন্য ৩ জন এবং স্বনির্ভরতার লক্ষ্যে ৪ জন, শিক্ষা সামগ্রী ক্রয় এবং লেখা পড়ার খরচের জন্য ২ জনকে মানবিক সহায়তা প্রদান করা হয়।
এই মানবিক সহায়তা পেয়ে হতদরিদ্র অসহায় ব্যক্তিরা আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

