মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোনের দায়িত্বপুর্ন এলাকায়, দরিদ্র সীমার নিচে বসবাস করে এমন ১৫০ পরিবারকে শীত বস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি জোন।
১৩ জানুয়ারি (সোমবার) সকাল ১১ টার দিকে পানছড়ি সাব জোনে বিভিন্ন সম্প্রদায়ের ১০০ জন উপজাতি এবং ৫০ জন বাঙালি অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জোন কমান্ডার এর পক্ষে শীত বস্ত্র বিতরণ করেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন।
শীত বস্ত্র বিতরণ শেষে জন প্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন, অসহায় এবং দরিদ্র ব্যক্তিরা এই শীতে একটু উষ্ণ থাকার সামান্য প্রয়াস করেছি আমরা। মানুষের মৌলিক অধিকার যাতে সঠিকভাবে ভোগ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এ ব্যাপারে সর্বদা কার্যকরী ব্যবস্থা গ্রহন করবে। খাগড়াছড়ি সেনা জোন যে কোনো পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বে-সামরিক প্রশাসনকে তাৎক্ষনিক সহায়তায় সর্বক্ষন পাশে ছিলো এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সস্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্র্রগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। আমরা সকলে এ জেলার বাসিন্দা, তাই এ জেলার উত্তোরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। পাহাড়ী-বাঙ্গালী জন সাধারনের আর্থ- সামাজিক উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
শীত বস্ত্র পেয়ে পাহাড়ি বাঙ্গালী শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা মন খুলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দোয়া করতে দেখা যায়।