বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার মুখের ভাষা, ওরা আমার মায়ের ভাষা কেড়ে নিতে চায়।
রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানকে সামনে রেখে সেদিন ছাত্র জনতা কৃষক মাঝি নর নারী উর্দু ভাষাকে পদদলিত করে বাংলা মায়ের মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে
নিরাস্ত্র বাঙালি লাফিয়ে পড়েছিল প্রানের বাংলা ভাষাকে পুনরুদ্ধার করার লক্ষ্যে।
আর তারই প্রত্যয়ে আজ সারা দেশের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধায়নে এবং জেলা প্রশাসক ও কেসিসি মেয়রের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী বাঙালির প্রাণের একুশে বইমেলা উদ্বোধন হতে যাচ্ছে।
তাই বাঙালী জাতীর বাংলা ভাষার পুনরুদ্ধারের মাস ফেব্রুয়ারির প্রথম দিন ২০২৪ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক এ মেলা আয়োজনের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র সহ আরো অন্যান্য কবি সাহিত্য সংস্কৃতি ব্যক্তিবর্গগণ।
আর এই মহান ভাষা শহীদদের জীবন গাঁথার তাৎপর্য ব্যাখ্যা করতে গেলে ফেব্রুয়ারি আসলেই মর্মে মর্মে বেজে ওঠে হৃদয় বিদির্ণ আর্তনাদের সেই সুর যে সুরে শিউরে ওঠে প্রকৃত বাঙালি জাতির হৃদয়।
মহান ফেব্রুয়ারির ২১ আসলেই প্রভাত ফেরিতে নগ্ন পায়ে সকল শ্রেণির মানুষেরা ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য হাতে নিয়ে সমাগত কন্ঠে যে গান বাঙালি জাতির হৃদয় থেকে ভেসে আসে “আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”
সেই ১৯৫২ র মহান ভাষা সৈনিকদের দেশ ও ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের উৎসর্গের বিনিময়ে আমরা স্বাধীনচেতা বাঙ্গালী বাংলা ভাষায় কথা বলি।
আর এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে যারা জীবনের বিনিময় অবদান রেখে জাতির তথা সারা বিশ্বের কাছে অম্লান তানারা আমাদেরই সূর্য সন্তান সালাম, রফিক, বরকত, জব্বার, প্রীতিলতার মতন আরো অনেকে।
আর সেই সকল বীর বাঙালি শহীদদের আকাশ বাতাস চন্দ্র সূর্যের মতো চিরজীবী করে রাখার উদ্দেশ্যে আমাদের দেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই মহান একুশে বই মেলা উদযাপিত হয়ে থাকে।
সে লক্ষ্যে খুলনা বিভাগীয় গ্রন্থগারের নিজস্ব মাঠ প্রাঙ্গনে খুলনার মানুষের প্রাণের বইমেলা আজ ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে মাসব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে ।
এতে থাকছে খুলনা বিভাগের বিভিন্ন সাহিত্য সংস্কৃতিক সংগঠন শিল্পকলা ও কবিয়ালদের কবিগানসহ অন্যান্য আয়োজনে কবিতা আবৃত্তি লেখকদের নতুন গ্রন্থের মোড়োক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে থাকছে ১০৫ টি বিভিন্ন প্রকাশনার বুক স্টল।
তাছাড়া মাস ব্যাপি এখনকার সাহিত্য মঞ্চে প্রতিদিনই বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সৃজনশীল লেখকদের নতুন নতুন গল্প কবিতা উপন্যাস শিশু সাহিত্য ছড়ার গ্রন্থ লেখার ওপর আলোকপাত করা হবে।
এবং বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌম ও একুশের তত্ত্ব উপলব্ধি নিয়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনার মাধ্যমে দেশের নতুন প্রজন্ম তথা সমগ্র বিশ্বের কাছে দেশের বাংলা ভাষার মাধুর্য তুলে ধরবেন স্বনামধন্য বরেণ্য ব্যক্তিরা।
সাথে দেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর অবদান নিয়েও আলোচনা করবেন তানারা।
আর এই একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে।
বুক স্টলের পাশাপাশি বইমেলা প্রাঙ্গণ সাজিয়ে বসবে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর পসরা।
সাথে শিশুদের বিনোদনের জন্য থাকছে নানান আয়োজন।
এদিকে খুলনা কে এমপি কমিশনার মোঃ মোজাম্মেল হকের পক্ষ থেকে মেলায় কোন দুষ্কৃতকারীরা যেন কোন ধরনের নাশকতা ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
প্রতিদিন মেলা চলবে বিকাল ৪ টা থেকে রাত্র ৯ টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনগুলিতে সকাল ১১ টা থেকে যথারীতি রাত্র ৯ টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ সারা মাসব্যাপী দর্শণার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।