জিয়া চৌধুরী (খুলনা জেলা প্রতিনিধি)
খুলনা মহানগরীর দৌলতপুরস্থ দেয়ানা মহিলা দাখিল মাদরাসার ২০২৫ ইং সালের অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ( ৪ জানুয়ারী ২০২৬) ইং তারিখ সকাল ১১ টায় মাদরাসার অডিটোরিয়ামে এই ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় মাদরাসার কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি এনামুল কবীর (মাসুম)। মাদরাসার সুপার মুহাম্মাদ মনজুরুল হোসাইন। মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ মঞ্জুর আহসান সিদ্দিকী, দাতা সদস্য মোঃ আজিজুল ইসলাম, অভিভাবক সদস্য সরদার লিয়াকত হোসেন লাভলু, সাইফুল ইসলাম মামুন, গাজী ফিরোজ আহমেদ, আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তহমিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি আসলাম খান, ফিরোজা খাতুন, ফাতেমা খাতুন, বিশেষ অতিথি আলহাজ্ব লুৎফর রহমান, আব্দুল কাদের,দেয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাকীউল আজম, দেয়ানা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহানা মির্জা, অত্র মাদরাসার সহ-সুপার সাইফুল ইসলাম, সহকারি শিক্ষিকা সুরভী নাজনীন,, অনুপম জোর্দ্দার, সহকারি মৌলবি মোঃ আমিনুল ইসলাম,মুহাম্মাদ মহিউদ্দিন আহম্মেদ, আবুল কালাম আজাদ, মাহমুদ খান, লাবনী ঘোষ, জাকিয়া সুলতানা, মার্জিয়া খাতুন, নওশিন খাতুন, রহিমা আক্তার, মাদরাসার কর্মচারী বৃন্দ সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ, অভিভাবকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ৩১ শে ডিসেম্বর ২০২৫ ইং তারিখে মাদরাসার ফলাফল ঘোষণার কথা থাকলে ও বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে অন্তবর্তিকালীন সরকার সাধারণ ছুটি ও রাষ্ট্রিয় শোক ঘোষণা করেন। তাছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ায় ফলাফল ঘোষণা করা সম্ভব হয় নি।

