ঢাকাSunday , 12 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাল্যবিবাহ প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উঠান বৈঠক।

দেশ চ্যানেল
October 12, 2025 10:08 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

বাল্যবিবাহের আরেক নাম সমাজের অবক্ষয় যা ক্যান্সারের রূপ ধারণ করেছে প্রতিকার হিসাবে প্রতিকারকরা অক্ষম, প্রতিনিয়ত ঘটছে বাল্যবিবাহের মতন ঘটনা অকালে ঝরে যাচ্ছে বৃত্ত থেকে  অর্ধ ফুটন্ত ফুল আর তারই প্রত্যয় খুলনায় বাল্যবিবাহ প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খুলনার ২৪নং ওয়ার্ডের রায়পাড়া এলাকায় সামাজিক অবক্ষয় ক্যান্সাররুপি বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক হয়।আজ ( রোববার) দপুর তিন ঘটিকার সময় উল্লেখিত অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর থানা কমিটির দলনেত্রী সৈয়দা তাসলিমা সুলতানা বলেন,  বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। একে প্রতিহত করতে হবে, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে প্রচলিত আইনানুযায়ী পুরুষের ক্ষেত্রে ২১ বছর এবং নারীর জন্য ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে দেশের জনগণের মাঝে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে একটি রোল মডেল। যে করে হোক আমাদের বাল্যবিবাহ রোধ করতে হবে। এক্ষেত্রে মা, বাবা ও কন্যা সন্তানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। এছাড়াও তিনি ইভটিজিং, যৌতুক ও বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।

এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর থানা কমিটির সদস্য হাসান, বাদশা, বিথী, রোজিনা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বলেন বাল্যবিবাহ প্রতিরোধ করতে শুধু সংগঠন বা প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয় সামাজিকভাবে প্রতিটি নাগরিকেরই সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে এর প্রতিরোধে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST