ঢাকাSunday , 10 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনা  নারী সাংবাদিকদের জন্য কারিগরি দক্ষতাবৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন।

দেশ চ্যানেল
August 10, 2025 9:32 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

‘নারী সাংবাদিকদের জন্য কারিগরি দক্ষতাবৃদ্ধিতে’ তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান (শনিবার) বিকালে নগরীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকতা একটি ব্রত, যা জীবনকে পরিবর্তন করে। সত্যের সন্ধান ও ব্যক্তিত্বকে দৃঢ় করে। নিজের ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন করে। সর্বোপরি, এটি একটি চলমান প্রক্রিয়া।  সত্যের সন্ধানে প্রশিক্ষার্থীরা ব্রতি হবেন এবিষয়ে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। তাই সংবাদ প্রচারের আগে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা প্রয়োজন। ঘটনার সঠিক চিত্র তুলে ধরা এবং পক্ষপাতিত্ব এড়িয়ে চলা উচিত। সাংবাদিকদের সাহস ও অধ্যবসায় থাকা দরকার। সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক ধরনের দায়িত্ব। সাংবাদিকতার মূলভিত্তি হলো সততা ও নিরপেক্ষতা। একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যে বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেনা।

নিউজ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ইকবাল মাহমুদ, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আনোয়ার সাদাত, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ বক্তৃতা করেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে খুলনার বিভিন্ন পত্রিকার ১৬জন নারী সাংবাদিক অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST