মো:মোখলেছার রহমান, গবতলী(বগুড়া) :
বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা থেকে সৈয়দ আহমেদ কলেজে পর্যন্ত চলাচলের সড়কটির বেহাল অবস্থা হয়েছে। দীর্ঘ দিন ধরে সড়কটির কোন সংস্কার কাজ হয় নি।সড়কের এ বেহালা দশায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটির মাঝে মাঝেই বড়ো বড়ো গর্ত ও খনাখন্দে ভরা। সড়কটি নাড়ুয়ামালা থেকে সুখানপুকুর পর্যন্ত মাঝে মধ্যেই বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে এবং সড়কের মাঝখান পর্যন্ত ভেঙে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে সুখানপুকুর, সৈয়দ আহমেদ কলেজে, চড়পাড়া এবং সোনাতলার হাজার হাজার মানুষ চলাচল করে। এছাড়া উওরবঙ্গের সুনামধন্য কলেজ সৈয়দ আহমেদ কলেজেসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা এ পথে চলাচল করে।এমনকি এই এলাকার হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন কর্মের টানে জেলা শহরে যাতায়াত করে। এলাকাবাসী জানান,সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এবং যাতায়াত খুব কস্টকর হয়ে যায়। এই সড়কটি গাবতলী উপজেলা এবং জেলা শহরে প্রবেশের একমাত্র সড়ক। বিশেষ করে টানা বৃষ্টিতে খানাখন্দের সংখ্যা আরো বেশি হয়েছে। মাঝে মধ্যেই ট্রাক,পিকআপ ভ্যান,সিএনজি,অটোরিক্সা এবং মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে এবং অনেক মানুষ আহত হচ্ছে।
এই এলাকার মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোন নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় লোকজন জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করলেও কোন প্রতিকার পায়নি।এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।