ঢাকাFriday , 3 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান।

দেশ চ্যানেল
October 3, 2025 4:09 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে সন্ত্রাসীদের সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২ অক্টোবর বৃহস্পতিবার গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

পরিদর্শনের আগে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি জানান, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া-র পক্ষ থেকে আরও ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে, যা অচিরেই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

রিজিয়ন কমান্ডার রামসু বাজারের স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং কোনো ধরণের অপপ্রচার বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় প্রভাবিত না হওয়ার পরামর্শ দেন। তিনি আশ্বাস দেন যে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST