লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লাখাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধায় লাখাই থানার অফিসার ইনচার্জ ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসি কে স্বাগত জানিয়ে উপজেলার আইন শৃঙ্খলা সহ সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের কথা তুলে ধরেন সেই সাথে মাদক,জুয়া ও দাঙ্গা রোধে পুলিশি সেবা গ্রহণে যেন স্বচ্ছতা ও যেকোন ধরনের হয়রানি মুক্ত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
নবাগত ওসি মোঃ জাহিদুল হক বলেন মাদক, জুয়া ও দালালদের বিরুদ্ধে লাখাই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে,লাখাই উপজেলায় কোন রকম মাদক, জুয়া ও দাঙ্গা চলবে না,লাখাই থানা কে শতভাগ দালাল মুক্ত করা হবে।অপরাধীদের কোন ছাড় নাই, আমার কাজ জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা,আইনের মধ্য থেকে আমি আমার সর্বোচ্চ টা দেওয়ার চেষ্টা করব এবং লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন আপনারা নির্ভয়ে কাজ করবেন এবং গুজব প্রতিরোধে সঠিক তথ্য জেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান তিনি।

