মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী
পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের গোটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি রাজিবুল ইসলাম রাসাকে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ 20ই ফেব্রুয়ারি 2025 দুপুর 2 টায় গোটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব মোঃ শাজাহান আলীর সভাপতিত্বে গোটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহির রায়হানের তথ্য সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর নবনির্বাচিত সভাপতি জনাব রাজিবুল ইসলাম রাসা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর আলী , পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আলাউদ্দিন আল আলাল , পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক মিলন বিশিষ্ট বিএনপি নেতা এবং সাবেক ইউপি সদস্য জনাব আবু সায়েম ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো তিতুমীর মন্ডল
ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো বাচ্চু, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হুমায়ূন আহমেদ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ , পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নবীন ইসলাম , ৩ নং পানাগর ইউনিয়ন ছাত্রনেতা মাহমুদুল হাসান, বিদ্যুৎ ইসলাম , মুন্না ইসলাম আগুন সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রাজিবুল ইসলাম রাশা বলেন আজ আমি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি ।আপনাদের দোয়া ও ভালবাসায়। বিগত দিনে আমরা এই প্রতিষ্ঠানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জন্য আসতে পারিনি। আমাদের আসতে দেয়া হয়নি। আমি এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিয়েছি আপনাদের সন্তানদের লেখাপড়ার মান কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন ।
সভাপতির বক্তব্যে জনাব শাহজাহান ইসলাম বলেন আমরাই বিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছিলাম । ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় কিন্তু আমরা বিএনপি করার জন্য দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার আমাদের বিদ্যালয়ের কোন কাজে অংশ নিতে দেয়নি। তারা এই বিদ্যালয়ের কোন কাজ করেনি শুধু নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী বলেন আমরা এই প্রতিষ্ঠানের নতুন সভাপতি পেয়ে আনন্দিত আমরা চাই নতুনভাবে পথ চলতে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় ।