মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে শুরু হলো“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”কর্মসূচি।শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।কর্মসূচির স্লোগান ছিলো-নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা,প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা।কর্মসূচিতে জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।কর্মসূচী অনুষ্ঠানে লাঙ্গলবন্দ স্নান উৎসবে সহায়তাকারী বিভিন্ন সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব(উপসচিব)মোঃনূর কুতুবুল আলম,র্যাব,আনসার ও ভিডিপি, কোস্টগার্ড,বিজিবি,জনস্বাস্থ্য প্রকৌশল,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,গণপূর্ত,সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃসাখাওয়াত হোসেন খান,জেলা আহবায়ক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ,সদস্য সচিব অ্যাডভোকেট মোঃআবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা সদস্য মওলানা মোঃমঈনুদ্দিন আহমদ,নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফিজুর রহমান দীপু ভূইয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন,গণঅধিকার পরিষদে জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নাহিদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক নিরব রায়হান প্রমুখ।অনুষ্ঠান শুরুর পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি শুরু হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।এরপর বেলুন উড়িয়ে“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়।একই সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।তিনি নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন।দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন,নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের নেওয়া এই কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে একটি সবুজ,পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বক্তারা আশাবাদী।