মোঃ মশিউর রহমান সুমন।
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সুন্দরবন-১৬ লঞ্চ দূর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার হাইমচর উপজেলার গাজীপুর এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই নারীর নাম রিনা বেগম(৩২) তিনি পিরোজপুর উপজেলার ওয়ালিউল্লাহর স্ত্রী।
এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বলেন, গত ৫ জানুয়ারি চাঁদপুরের মেঘনা নদীতে একটি লঞ্চ দূর্ঘটনা হয়েছিল। ওই দূর্ঘটনায় একজন নারী নিখোঁজ হয়েছিলেন। সোমবার চানপুর কোস্টগার্ড টহল দল নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড স্টেশনে আনে। পরে মরদেহটি নৌ -পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গত ৫ জানুয়ারি ঘন কুয়াশায় চাঁদপুরের মতলব উত্তরের এখলাসপুরের মেঘনা নদীতে লঞ্চ ও কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী নিখোঁজ হন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                