ঢাকাMonday , 6 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • চকরিয়ার বদরখালীতে রাতের আধারে প্যারাবনে তুলে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ।

    দেশ চ্যানেল
    January 6, 2025 11:52 am
    Link Copied!

    মোঃ আরফাতুল ইসলাম সানি কক্সবাজার জেলা প্রতিনিধি:

    কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে গিয়ে এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মুঠোফোনে জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি। ভুক্তভোগী যুবতী চকরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন। এসময় তিনি আরো বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর অন্যান্য আইনানুগ প্রক্রিয়া শুরু করবেন।

    ভুক্তভোগী নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই যুবতী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে সিএনজি অটোরিকশা যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।

    বদরখালী- মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে সিএনজি চালক তার গাড়ির যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে, আবারো সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।

    তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সাথে কক্সবাজার সদর হাসপাতালে আসেন উন্নত চিকিৎসার জন্য।

    ধর্ষকদের কবল থেকে যুবতীকে উদ্ধার করার সময় উপস্থিত ছিলেন চকরিয়ার বদরখালী এলাকার স্থানীয় সাংবাদিক আল জাবের। তিনি জানান, ওই সিএনজির চালকের নাম সায়মন। এ ঘটনায় ওই সিএনজি চালক জড়িত থাকার দাবী করে আল জাবের বলেন, বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। তারা এ ধরনের অপরাধ করে থাকেন রাত বাড়ার সাথে সাথে।

    অন্যদিকে, যুবতীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে সোমবার সকাল ১১টা থেকে বদরখালী ফেরিঘাট স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মহেশখালীস্থ সমন্বয়করা। এসময় সমন্বয়করা বলেন, বদরখালী স্টেশনটি অপরাধীদের আঁকড়ায় পরিণত হয়েছে। দ্রুত এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের বোনকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা আরো বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST