ঢাকাTuesday , 27 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলে স্থাপনের দাবিতে মানববন্ধন।

দেশ চ্যানেল
May 27, 2025 12:47 pm
Link Copied!

হাফিজুর রহমান (বাউফল) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের কেন্দ্রস্থলে স্থাপন করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (২৭ মে) ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনকারীরা জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদ অস্থায়ী ভবনটি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় অধিকাংশ গ্রামবাসীর পরিষেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের কেন্দ্রস্থলে ভবন নির্মিত হলে সকলের জন্য সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কাজকর্মও আরও গতিশীল হবে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সামশুল হক হাওলাদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বাবুল খান, বিএনপির সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, শ্রমিক দলের আহ্বায়ক কালাম হাওলাদারসহ স্থানীয়রা।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষেরা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST