আবু তালহা রাফি, চবি
পহেলা রমজান (২রা মার্চ) রোজ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)- এ পূর্বঘোষিত ২০দিন ব্যাপী দারসুল কুরআন এবং গণ ইফতারের কার্যক্রম শুরু করেন চবির ছাত্রশিবির। ছেলেদের জন্য চবির সেন্ট্রাল মসজিদ এবং মেয়েদের জন্য বিভিন্ন হলে ইফতার কার্যক্রম পরিচালিত করেন তারা।
আজ ২০তম রমজানে দারসুল কুরআন ও গণ ইফতার কার্যক্রমের সমাপনী কার্যক্রম পরিচালিত হয়। গণ ইফতারের সমাপনী বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, “পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত আমাদের ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও গণ ইফতার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, কুরআন হচ্ছে হিদায়াতের আলোকবর্তিকা। দারসুল কুরআনের মাধ্যমে আমরা কুরআনের গভীর শিক্ষা ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চেয়েছি, যাতে তারা নিজেদের জীবনকে কুরআনের আলোকে পরিচালিত করতে পারে। পাশাপাশি গণ ইফতার আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যকার সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে চেয়েছি। রমজান শুধু আত্মসংযমের মাস নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। হাজারো শিক্ষার্থীর একসঙ্গে বসে ইফতার করার এই পরিবেশ আমাদের মধ্যে ঐক্য ও ভালোবাসা আরও দৃঢ় করেছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ১ম রমজান থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০০-২২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন এবং মেয়েদের জন্য ছাত্রী হলসমূহে এই আয়োজন চলেছে। প্রতিদিন প্রায় ১৫০০-১৮০০ ছাত্র এবং ৫০০-৬০০ জন ছাত্রীর উপস্থিতিতে ক্যাম্পাসের এই ইফতার আয়োজন গোটা ক্যাম্পাস জুড়ে সাড়া ফেলেছে। প্রতিদিন ইফতার ব্যবস্থাপনায় কাজ করেছেন প্রায় ১২০-১৫০ স্বেচ্ছাসেবক।