ঢাকাSunday , 22 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • চাঁদাবাজির অপবাদ নিয়ে রাজনীতি শেষ করতে চাইনা…মেজর হাফিজ।

    দেশ চ্যানেল
    December 22, 2024 2:08 pm
    Link Copied!

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন,

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বলেছেন, আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

    তিনি আরো বলেন, আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তাই করি, তাহলে বিএনপির পরিনতি তাদের মতই হবে। তাদের মতো কর্মকাণ্ড করে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব।

    বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা কোন বদনাম নিতে চাই না। যতদিন জীবিত আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দেব না।একই সাথে তিনি আরো বলেন,কোন চাঁদাবাজির অপবাদ নিয়ে রাজনীতি শেষ করতে চাইনা, কোন চাঁদাবাজির সাথে আমার সম্পৃক্ততা নেই। যদি কোন নেতার নামে চাঁদাবাজির অভিযোগ থাকে তাহলে আমার কাছে অভিযোগ দিবেন আমি তার উপযুক্ত বিচার করবো,বিএনপিতে চাঁদাবাজের কোন স্থান নেই।

    রোববার দুপুরে তজুমদ্দিনে একদিনের সফরকালে ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মেজর হাফিজ এসব কথা বলেন পরবর্তীতে তিনি শম্ভুপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি আলমগীর খোকনের কবর জিয়ারত করেন।

    আলোচনা সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. আ. হালিম জাহাঙ্গীর প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST