মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক কন্যা ও শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় অধিকার এখানে, এখনই প্রকল্প, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাকের আয়োজনে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনে দিবসটি উদযাপন করা হয়েছে
প্রথমে শিক্ষার্থী ও ইয়্যূথদের নিয়ে স্কুলের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা,
ক্রীড়া, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইয়্যূথ সদস্য আফরোজা বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার উজ্জল বাইন।
অনুষ্টানে আরও বক্তব্য দেন, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ব্রাকের এরিয়া সমন্বয়ক মাধুরী সূত্রধর ও জেলা ইয়্যূথ যুব সংগঠক মূর্শিদা খাতুনসহ অন্যান্য সদস্যরা।