আবুজর গিফারী, পাবনা জেলা প্রতিনিধিঃ কাশিনাথপুর থেকে খয়েরচর পর্যন্ত সিক্স লেন বিশিষ্ট সেতু ও রাস্তা নির্মাণ জরুরী। তা না হলে ভবিষ্যতে এই সেতু ও রাস্তা ভেঙ্গে আবার সিক্স লেন বিশিষ্ট রাস্তা তৈরি করতে হবে যা রাষ্ট্রীয় সম্পদের অপচয় বলে মন্তব্য করেন ডাক্তার বাসেত খান।
আজ শুক্রবার ০৩ অক্টোবর বিকেল ৩ ঘটিকায় বেড়া উপজেলার বাঁধেরহাটে বেড়া উপজেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল বাসেত খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান এবং উপজেলা সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার বাসেত বলেন, বাগেরহাট থেকে শুরু করে খয়েরচর পর্যন্ত একটি ফোর লেনের রাস্তা ও সেতু নির্মাণ হতে যাচ্ছে। রাস্তা ও ব্রিজ নির্মাণ হলে এই রাস্তায় যানবাহনের সংখ্যা আরো বেড়ে যাবে, তখন কাজিরহাট আরিচা পর্যন্ত সেতু অত্যন্ত জরুরী হয়ে পড়বে। বাংলাদেশে বহু উন্নয়ন হলেও অপরিকল্পিত উন্নয়নের ফলে বারবার নির্মাণ এবং ভাঙার ফলে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়। কিছুক্ষণের মধ্যেই এই পথ দিয়ে সড়ক সচিব, রেল সচিব, নৌ সচিব, যারা যাবেন তাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও পাবনা বাসির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে, ভবিষ্যতের কথা মাথায় রেখে কাশিনাথপুর থেকে খয়েরচর পর্যন্ত সিক্স লেন বিশিষ্ট সেতু ও রাস্তা নির্মাণ জরুরী। তা না হলে ভবিষ্যতে এই সেতু ও রাস্তা ভেঙ্গে আবার সিক্স লেন বিশিষ্ট রাস্তা তৈরি করতে হবে যা রাষ্ট্রীয় সম্পদের অপচয়। তিনি আরো বলেন, মাওলানা আব্দুস সোবাহান (রহঃ) প্রথম বলেছিলেন, “পাবনা জেলা ও উত্তরবঙ্গের উন্নতির জন্য আরিচা কাজিরহাট দৌলদিয়াঘাট নিয়ে একটি ওয়াই সেতু নির্মাণ অত্যন্ত জরুরী”।
মাওলানা আতাউর বলেন, বর্তমান যোগাযোগ ব্যবস্থায় ঢাকা পৌঁছাতে আমাদেরকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, অথচ আরিচা কাজিরহাট সেতু নির্মাণ করা গেলে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে যেকোনো কৃষি বা অন্যান্য যেকোনো পণ্য ঢাকায় পৌঁছানো সম্ভব যা এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে।
মানববন্ধনে এছাড়াও জামায়াতে ইসলামী বেড়া উপজেলার কর্মপরিষদ অন্যান্য সদস্যরা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও বৃষ্টিকে উপেক্ষা করে বেড়া উপজেলার সর্বস্তরের সকল শ্রেণীর শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি প্রাণবন্ত হয়ে ওঠে।