চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে রিমন হোসেন (৭) ও জুনায়েদ হোসেন (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে। নিহত দুই শিশু মুক্তারপুর ঈদগাহপাড়ার সজিব হোসেনের ছেলে রিমন এবং জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ। তারা দুজনেই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বাঁকা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আশাদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে জানান, স্কুল ছুটির পর রিমন ও জুনায়েদসহ চার শিশু ভৈরব নদীতে গোসল করতে যায়। নদীতে আগে থেকে পাট জাগ দেওয়া ছিল। শিশুরা সেই পাটের উপর লাফিয়ে খেলছিল। এক পর্যায়ে জুনায়েদ পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে রিমনও ঝাঁপ দেয়। কিন্তু দুজনেই আর পানির ওপর উঠে আসেনি। পরে সঙ্গী অপর দুই শিশু বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় দুই শিশুকে।
তিনি বলেন, “দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের বাবা-মা কিছুতেই স্বজনদের কান্না থামাতে পারছেন না।”
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। বন্ধুরা মিলে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই পরিবারের কোনো অভিযোগ নেই। প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”