জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলাসহ ৭ সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ উনিশ লক্ষ
টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এসময় শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় স্কুলের
পাশে অবস্থিত অবৈধ ১টি ইটভাটা ও হরিনাকুন্ডু উপজেলায় ১টি অবৈধ ইটভাটা
এস্কভেটর দিয়ে ভেঙে ফেলা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে
এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে।