ঢাকাTuesday , 27 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দেশ চ্যানেল
February 27, 2024 2:44 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের স্লোগান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক গোলক মজুমদার, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু সহ বিভিন্ন দপ্তর প্রধান।

পরিসংখ্যান দিবসের মূল প্রবন্ধ পাঠ ও দিবসটির গুরুত্ব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আব্দুল আলীম।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সময়োপযোগী ও বাস্তবনির্ভর পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার যথার্থ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নেয়া সম্ভব হবে। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST