ঢাকাTuesday , 26 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দেশ চ্যানেল
December 26, 2023 12:34 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
নিহতরা দুজনেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল। নিহতরা হলেন- জেলার ভূঞাপুর উপজেলার ঘাটান্দি এলাকার মৃত মেছের আলীর স্ত্রী হীরামন বেগম (৬৫) ও কালিহাতীর উপজেলার তারাবাড়ী এলাকার সোহেল রানার ছেলে আব্দুল্লাহ মিয়া (২০)।
আহতরা হলেন- জেলার কালিহাতী উপজেলার পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজিচালক রবিউল মিয়া (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনর্চাজ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। আর ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইল দিকে যাচ্ছিল। বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি সিএনজির ওপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST