মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার চকরিয়ার,প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলীর প্রভাবে অব্যাহত ভারী বৃষ্টিতে আজ (১৭ নভেম্বর) রাতের প্রথম প্রহরে ১টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ১নং ওয়ার্ড মরিচ্যা ঘোনায় টানা ভারী বৃষ্টিতে মৃত ঠান্ডা মিয়ার পুত্র ফকির আহমদের নির্মাণাধীণ কাঁচা মাটির ঘরের দেওয়াল ধ্বসে ফকির আহমদের স্ত্রী আনোয়ারা (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) নিহত হয়েছে
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, এই দূঘর্টনার খবর পেয়ে উর্ধ্বতন মহলকে অবহিত করার পর ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মৃতদের দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। আগামীতে এই ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
টেকনাপ থানার ওসি ওসমান গণি জানান, একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান রাশেদ। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছ
এরপর টেকনাফ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পিআইও অফিসের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শনে করেন।