নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ হরিপুর উপজেলা শাখার আয়োজনে আমগাঁও ইউনিয়নের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বিকাল ৩ টায় যাদুরাণী বাজার গরুহাটি মাঠে ছাত্রলীগের কর্মী সভায় সভাপতিত্বে করেন হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোস্তাফিজুর রহমান মীম,সহ-সভাপতি শাকিল রানা পারভেজ,সহ-সভাপতি ইয়াসিন আলী মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা পিটু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শ্রী খোকন সর্মা প্রমুখ।
উক্ত কর্মী সভায় সঞ্চালনায় ছিলেন, হরিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা।