নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।পর প্রদর্শনী মেলার উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি।
হরিপুর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুবর্ণা রাণী চৌধুরীর সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানা এর সভাপতিত্বে প্রদর্শনী মাঠে ৩০টি স্টলের মধ্যে বিভিন্ন রোগ বালাই দমনের জন্য ঔষধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোস, হাস-মুরগি, পরিদর্শন শেষে মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
এ সময় বক্তব্য রাখেন, হরিপুর থানা ওসি (তদন্ত) মুহাম্মদ শরীফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার রুবেল হুহেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন,উপ-সহকারী প্রাণিসম্পদ (সম্প্রসারণ) কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

