নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে হরিপুর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জন শিক্ষক কে গুণী সম্মাননা স্মারক প্রদান করে।
গুণী সম্মাননা পেয়েছেন,দামোল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী,মেদনীসাগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর প্রভাষক আনোয়ার হোসেন, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, হরিপুর আলিম মাদ্রাসার সহ সুপার তোজাম্মেল হক,বীরগড় দেহট্র কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ উদ্দিন ,গেরুয়াডাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আফতাবুর রহমান ( উডব্যাজার),বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ জামান।
এসময় উপস্থিত ছিলেন,হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দীন ,উপজেলা একাডেমিক সুপারভাইজার শামশুল হক প্রমূখ।