মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পরে উপজেলার ডাসার ইউনিয়নের কমলাপুর এতিমখানা ইসলামিয়া কিন্ডারগার্টেন, কাজীবাকাই ইউনিয়নের দিনারা বেগম এতিমখানা,পশ্চিম মাইজপাড়া এতিমখানা সহ ৬টি এতিমখানার ছাত্রদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ প্রমুখ।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন জানান, গত কয়েক দিন যাবত ঘনকুয়াশা এবং সৈত-প্রবাহের কারণে বিভিন্ন এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এ কারণে উপজেলার বিভিন্ন এতিমখানায় গিয়ে ছাত্রদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করি।

