মো. আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে মো: ইলিয়াস হাওলাদার-(৪৫) নামে এক আমেরিকা প্রবাসীর পাকা স্থাপনা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে ওই প্রবাসী চাঁদা না দেয়ায় তার নির্মানাধীন স্থাপনা রাতে ভেঙ্গে দেয়া হয়েছে বলে দাবি করেছেন ভূক্তভোগী পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। এদিকে এই ঘটনায় ওই ভূক্তভোগী প্রবাসীর মা তাসলিমা বেগম বাদি হয়ে জাকির সরদারসহ স্থানীয় আটজন প্রভাবশালীকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। অপরদিকে মামলা করায় ওই ভূক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকিÑধামকি দিয়ে আসছেন আসামী পক্ষ। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।
মামলা,পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইলিয়াস হাওলাদার তার নিজ জমিতে পাকা স্থাপনার নির্মান কাজ শুরু করেন। পরে স্থানীয় প্রভাবশালী জাকির সরদারসহ বেশ কয়েকজন মিলে ওই প্রবাসীর মায়ের কাছে চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় জাকির সরদারের নেতৃত্বে রাতের আধারে ভেকু দিয়ে ওই প্রবাসীর নির্মানাধীন পাকা স্থাপনা ভেঙ্গে দেয়। এ সময় বাঁধা দিতে এগিয়ে আসলে প্রভাবশালীদের হামলায় প্রবাসীর মা তাসলিমা বেগম, নাসির ও কামাল হাওলাদার আহত হন। খবর পেয়ে ডাসার থানার এস আই মো: মেহেদী হাসান ঘটনাস্থান পরিদর্শন করেন। এদিকে এই ঘটনায় ভূক্তভোগী প্রবাসীর মা তাসলিমা বেগম বাদি হয়ে জাকির সরদার, রুপাই সরদার, নুর ইসলাম সরদার, মহন ঢালী, কুদ্দুস ঢালী, গিয়াসউদ্দিন ঢালী, মজিবার হাওলাদার ও সাহেম মাতুব্বরসহ স্থানীয় আট জন প্রভাবশালীকে আসামী করে আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। অপর দিকে মামলা করায় ওই ভূক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকিÑধামকি দিয়ে আসছেন আসামী পক্ষ। এতে করে প্রবাসীর পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
মামলার বাদি তাসলিমা বেগম বলেন, আমাদের জমিতে পাকা স্থাপনার নির্মান কাজ শুরু করেন আমার আমেরিকা প্রবাসী ছেলে মো: ইলিয়াস হাওলাদার। পরে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন জাকির ও তার লোকজন। আমি তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় রাতে ভেকু দিয়ে আমাদের নির্মানাধীন স্থাপনা ভেঙ্গে ফেলেন। এদেরকে বাঁধা দিলে আমাদের উপর হামলা চালিয়ে আহত করেন। এ ঘটনায় আমরা থানা পুলিশের সহযোগীতা না পেয়ে আদালতে একটি মামলা দায়ের করি। আমরা ন্যায় বিচার দাবি করছি।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
এব্যাপারে ডাসার থানার ওসি শেখ মহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।