ঢাকাFriday , 16 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ফেস্টুন ছেড়া কে কেন্দ্র করে সংঘর্ষ ভাংচুর! আহত -৮-

দেশ চ্যানেল
May 16, 2025 10:37 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে ফেস্টুন ছেড়া কে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।এসময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ শুক্রবার সকালে ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশাররফ শরিফ এর টানানো ফেস্টুন ছিড়ে ফেলাকে কেন্দ্র করে ডাসার ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ কাজীর সাথে কথা-কাটাকাটি ঘটনা ঘটে। এসময় সবুজ কাজী,সুজন মাতুব্বর, স্বপন কাজী,শাহাবুদ্দিন শরিফ, সায়েদ শরিফ সহ অর্ধশত লোক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশাররফ শরিফ ও সাউথ আফ্রিকা প্রবাসী গোলাম কিবরিয়া শরিফ এর বাড়ি ভাংচুর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে মাসুম শরিফ(৪০),শাহাদাত শরিফ(৩৮),মোঃ নয়ন শরিফ(৩৪),টুম্পা বেগম(২৮),মারিয়া(১৩),সোহান শরিফ(১৬)মাসুদ মাতুব্বর(৪২),সুজন মাতুব্বর(৪৮)আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশাররফ শরিফ বলেন,আমি সভাপতি নির্বাচিত হওয়ার পরে এলাকায় দলীয় ফেস্টুন ব্যানার টানাই। সবুজ কাজী বলেন,এ এলাকায় বিএনপির কোন পোস্টার লাগানো চলবে না। প্রতিবাদ করায় আমাদের উপর হামলা করে, বাড়ি ঘর ভাংচুর করে এবং ঘর থেকে ১০ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ন গয়না নিয়ে যায়।

অভিযুক্ত সবুজ কাজী বলেন, ফেস্টুন ছেড়া নিয়ে এদের নিজ দলের মধ্যে ঝগড়া হয়, সেখানে মাসুদ মাতুব্বর ও সুজন মাতুব্বর গিয়ে বলে,আপনারা নিজেরা নিজেরা ঝগড়া কইরেন না, আগে খবর নিয়ে দেখেন, কে ছিড়ছে। একথা বলায় তারা মাসুদ মাতুব্বর ও সুজন মাতুব্বরকে মারধর করেছে।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি,এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করি। এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST