মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৭ মার্চ) সোমবার কাজীবাকাই ইউনিয়নের বাশতলা চৌরাস্তা সংলগ্ন বালু মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলম ফকির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আকমল হোসেন,সহসভাপতি আনোয়ার হোসেন,
চান মিয়া,জেলা শ্রমিকদল নেতা সেলিম রেজা,
ডাসার উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেন হাওলাদার, ডাসার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ শাহিন,বিএনপি জব্বার বেপারী, সরোয়ার তালুকদার সহ উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলম ফকির বলেন, ৫ আগস্টের অর্জিত গনতন্ত্র আমাদের ধরে রাখতে হবে। ভোটারদের সাথে সম্পর্ক রাখতে হবে, এবং আগামী নির্বাচনে ধানের শীষ’কে বিজয় করতে হবে,আনিসুর রহমান তালুকদার খোকন’কে মাদারীপুর-৩ আসনে এমপি বানাতে হবে।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনায় ইফতারের আগে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে মোনাজাত করা হয়।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                