ঢাকাTuesday , 19 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় প্রাইভেটকার ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

দেশ চ্যানেল
December 19, 2023 1:31 pm
Link Copied!

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ

ডুমুরিয়া প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি টার্নিংয়ে পয়েন্টে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
এ সময় ইজিবাইকে থাকা ৬ জন যাত্রী গুরতর আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,একটি ইজিবাইক যাত্রী নিয়ে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন।এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ঘ-১৮-১৯৪৩ নম্বর প্রাইভেটকারটি ইজিবাইকের সাজোরে ধাক্কা দেয়। প্রচান্ড আঘতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে আহত হন ডুমুরিয়ার খর্ণিয়া এলাকার আঃ সাত্তারের ছেলে ফিরোজ (৩৫), কেশবপুরের সন্যাসগাছা এলাকার রোকনুজ্জামানের ছেলে মোঃ ফাহিম(১২) ও অজ্ঞাত ৩ জনসহ মোট ৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে অজ্ঞাত এক নারির অবস্থা গুরতর বলে জানা গেছে।
খবর পেয়ে ওসি তদন্ত মুক্তরায় চৌধুরীসহ ডুমুরিয়া থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেন।খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার এসআই পারভেজ মুন্সী জানান,দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ইজিবাইক হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। প্রাইভেট কার চালক পালিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST