যোগেশ ত্রিপুরা রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি
পাহাড়ে চলছে বৈসাবি উৎসবের আমেজ। দিন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই পাহাড়ে বসবাসরত জাতিসত্তা মানুষের মন আনন্দে মেতে উঠছে।পুরোনো বছর গমনে আর নতুন বছর আগমনে – তাই আসুন সবাই উৎসবে একাত্ন হই,ঐতিহ্যের শক্তিতে বলীয়ান হয়ে,, স্ব স্ব জাতিসত্তা পরিচিতি তুলে ধরি।
আজ ১২এপ্রিল শনিবার এগারোটার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় আয়োজিত,ঐক্য -সংহতি সম্প্রীতির চেতনায় এবং সুখ শান্তি -সমৃদ্ধি কামনায় শিশু কিশোরদের
বৈসাবী র্যালি ও ফুল ভাসানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে রামগড় উপজেলা এলাকার সচেতন শিশু -কিশোরদের দল। এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন রামগড় উপজেলার ত্রিপুরা,চাকমা,মারমা এই তিন জাতিসত্তার মানুষ।বিভিন্ন স্থান থেকে আগত শিশু কিশোরদের ও নারী পুরুষের সমাগনে রামগড় দরোগা পাড়া রেঞ্জ অফিস(বন বিভাগ অফিস),র সামনে সীমান্ত ফেনী নদীতে ফুল ভাসানো উৎসব অংশ গ্রহণ করেন।ফুল উৎসবটি সকল জাতিসত্তার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় ফুল ভাসানো হয় বলে জানা তারা। আরো উল্লেখ করেন বছর শেষে জাতিসত্তার সকল মানুষের সকল দুঃখ,দূর্দশা,বিপদ আপদকে দূর করার জন্য নদীর পানির স্রোতে সাথে ফুল ভাসিয়ে দেওয়া হয়।পরে আগত শিশু কিশোরদের দল ও নারী পুরুষ গন বন বিভাগ অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্ব পূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ করে রামগড় বাজার পুলিশ বক্স সংলগ্ন হয়ে লেকের পাড় মুক্তি যুদ্ধ ভাস্কর্যে সামনে গিয়ে শেষ হয়। শেষে বক্তা সকল জাতিসত্তা মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বৈসু,সাংগ্রাই,বিজু ও বাংলা নববর্ষের উৎসব পালনে সহানুভূতি কামনা করেন।আর রামগড় উপজেলা বসবাসরত সকল জাতির মানুষদের আসছে বৈসু,সাংগ্রাই,বিজু,ও বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রামগড় উপজেলা এলাকার সচেতন শিশু কিশোরদের দল।