মোঃ সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”এই প্রত্যয়ে “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন” এই শ্লোগান কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৩রা এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলা অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত করে তুলেন আল হোসাইন শিল্পী গোষ্ঠী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ এর সভাপতিত্বে, সেক্রেটারি শোয়াইব আহমেদ ফরিদ এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম আল মাহমুদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসন ( লালমোহন-তজুমদ্দিন) এর সম্ভাব্য সাংসদ পদ প্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ মোছলেউদ্দিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নজিবুল্লাহ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিন শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোরশেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, সহ-সভাপতি হোসাইন আহমদ, জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবদুর রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাকসুদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, সহ-সভাপতি মুহাম্মদ হাসনাইন, সাবেক সভাপতি রাসেল আহমেদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সকল সদস্য দায়িত্বশীল এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিশেষে ইসলামী শাসন ব্যবস্থায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।