মোঃসুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ( ১৭ মার্চ) তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়াম এ বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা মজলিসে শূরা সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভোলা জেলা পেশাজীবী সংগঠন এর সভাপতি মাওলানা এ. এইচ. এমন ওয়ালিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা এমন এক ঈমানদার যাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগনের উপর যেনো তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে হলে আমাদের কে দিনের বেলায় সকল ধরণের পানাহার সহ সকল যৌন আচরণ থেকে দূরে থাকা । রমযান মাস প্রশিক্ষক এর মাস এ মাসে প্রশিক্ষণ নিয়ে বাকি এগারো মাস আমরা যা রমজানের প্রশিক্ষণ এর মাধ্যমে পেয়েছি তা দিয়ে জীবন পরিচালনা করব।বিশেষ অতিথির বক্তব্য মাওঃ আব্বাস উদ্দিন বলেন আমরা রমজানে বেশি বেশি করে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পাই । আমরা এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের গূনাগুলো মাফ করিয়ে নিতে হবে। আর মুল বিষয় হলো কুরআন মানবতার হেদায়তের জন্য আর হেদায়েত আসতে হলে কোরআন নিজের মধ্যে এবং সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে কোরআন অনুষ্ঠিত হলে অন্যায় ও অবিচার দূর হয়ে যাবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা আহ্বায়ক গোলাম মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল এবং সাংবাদিকবৃন্দ।