সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা) ।।
ভোলার তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণভোট বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে তজুমদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা.শামীম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা.শামীম রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে ভোট প্রদানে বাধাসৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচন ও গণভোটে সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করবেন এবং স্বাধীনভাবে নিজ নিজ মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয়,তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। এ ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুর রব,খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহম্মেদ,তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন ভুট্টু,তজুমদ্দিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল বিল্লাহ সহ অনন্য কর্মকর্তার ।
তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গ্রাম পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

