মোঃসুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষে গরু বিতরণ
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার প্রান্তীক জেলের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ ) তজুমদ্দিন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ সভাপতিত্বে করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
এ সময় প্রধান অতিথি বলেন, প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার সরুপ উপজেলা ৫০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের নির্দেশে জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তারা দেশের উন্নয়নের সার্থে একযোগে কাজকরে যাচ্ছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ৫০ জন জেলের মাছে ১টি করে গরু বিতরণ করেন। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তীক জেলেদের কে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                