সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিন উপজেলায় তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ ডিসেম্বর (শুক্রবার) তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে বাদ মাগরিব এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত মোনাজাত পরিচালনা মাওলানা মোশাররফ হোসেন মাকসুদ।দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক ফুহাদ মুজাহিদ, যুগ্ম-সম্পাদক সোলাইমান পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রনি, সহ- সাংগঠনিক সম্পাদক নাঈম, কাজী রায়হান, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য মেহেদী হাসান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

