ঢাকাThursday , 31 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিন-লালমোহন উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ।

দেশ চ্যানেল
July 31, 2025 1:28 pm
Link Copied!

 সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন।।

পরিবেশ রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের উদ্যোগে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১/০৭/২৫) উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ব্যারিস্টার আব্দুর রহমান খোকার পক্ষে এ উদ্যোগ বাস্তবায়ন করেন নাগরিক উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সান্ত।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বলেন,আমাদের অভিভাবক ব্যারিস্টার আব্দুর রহমান খোকা দীর্ঘ দুই দশক ধরে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের পাশে থেকে নিরবভাবে সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তা করে আসছেন। তিনি শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের সহায়তা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছেন।”

তিনি আরও বলেন,এই ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রম মূলত একটি পরিবেশবান্ধব উদ্যোগ। এতে একদিকে যেমন গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে এই গাছের ফল উপভোগ করে উপকারভোগী পরিবারগুলোও অর্থনৈতিকভাবে লাভবান হবে।”

চারা বিতরণকালে বিভিন্ন ইউনিয়নের শতাধিক উপকারভোগীদের মাঝে ফল গাছের চারা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম তজুমদ্দিন শাখার সমন্বয়ক মোহাম্মদ লোকমান হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. নোমান, শম্ভুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাষ্টার আব্দুল বারী, স্থানীয় সমাজসেবকগণ, যুব সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চারা গ্রহণকারী অনেকেই জানান, তারা এ উদ্যোগে অত্যন্ত খুশি ও অনুপ্রাণিত। তারা গাছগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST