ভেড়ামারা উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজ যুবক মোঃ তুহিন (দিনহো)-কে দ্রুত উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। আজ শুক্রবার (০৯ জানুয়ারি, ২০২৬) বেলা ১১টার দিকে ভেড়ামারা থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নিখোঁজ তুহিনের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে জানান, ফারাকপুর বাঁধপাড়া গ্রামের মোঃ বাবলু সর্দারের দ্বিতীয় পুত্র মোঃ তুহিন (দিনহো) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, তুহিনকে পরিকল্পিতভাবে অপহরণ বা গুম করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এবং জড়িতদেরও গ্রেপ্তার করা হয়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আমরা আমাদের সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত চাই। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।”
এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয় যে, অবিলম্বে তুহিনকে উদ্ধার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

