জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যতিক্রমি আয়োজন প্রতিবেশী উৎসব। শীতকালীন হরেক রকম পিঠার সমারোহে ব্যাংকের গ্রাহক, শুভাকাংঙ্খি সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবেশি উৎসব।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি )তেঁতুলিয়া উপজেলা ব্যাংক কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
প্রতিবেশী উৎসবে অতিথিদের আপ্যায়ন করা হয় বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা দিয়ে ।
উৎসবে উপস্থিত ছিলেন পঞ্চগড় শাখার ম্যানেজার তানভীর হায়দার তনু, তেঁতুলিয়া উপশাখার ম্যানেজার ইফরহিম হোসেন, পঞ্চগড় শাখার বিক্রয় ও বিপনন কর্মকর্তা আনাস বিন আরশাদ, কাজী শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, তেঁতুলিয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষক আলমগীর মিয়া সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলো ।
পঞ্চগড় শাখার ম্যানেজার পঞ্চগড় শাখার ম্যানেজার তানভীর হায়দার তনু বলেন, গ্রাম বাংলা ঐতিহ্যের সাথে মিশে আছে মৌসুমী পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের আইএফআইসি ব্যাংকের এই আয়োজন। এসময় ব্যাংকের সুযোগ সুবিধা গুলোও তুলে ধরেন তিনি।