মো জুলহাস উদ্দীন
তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি।
জসিম (১৮) কালান্দিগঞ্জ দোলুয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে তেঁতুলিয়া সরকারি কলেজের ইন্টার ২য় সেমিস্টার ছাত্র।আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র কলেজ ছাত্র জসিম উদ্দীন (১৮) তেঁতুলিয়া ডিগ্রী কলেজের ২য় সেমিস্টার ছাত্র এর জীবন। জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।তিনি ৩ মাস ধরে ক্যানসার আক্রান্ত সমস্যার দেখা দিয়েছে। তিনি স্বাভাবিকভাবে কিছু খেতে পারেন না।জরুরি ভিত্তিতে তার ক্যানসার প্রতিস্থাপন সহ উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। অসুস্থ জসিম এর পিতা মিজানুর রহমান একজন ভ্যান চালোক। দরিদ্র পিতা একমাত্র ছেলেকে SSC পাশ করিয়েছেন, আর ছেলে দুটোর মধ্যে বড় ছেলে SSC পাশ করে ইনটারে ভর্তি হয়।শুধু বাড়ির ভিটাটি আছে মিজানুর রহমানে এছাড়া জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই। এমতাবস্থায় জসিম উদ্দীনের অসহায় ও নিরুপায় পিতা ছেলের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে ক্যানসার এর চিকিৎসা জন্য দান ও আর্থিক সাহায্যের কামনা করেছেন। অসহায় জসিম উদ্দীনের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে-নগদ, বিকাশ ০১৯২৬৫৯৩৮৯৬।