চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
দামুড়হুদা সদর উপজেলার দামুড়হুদা পাইলট গার্লস এন্ড স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট ) বেলা ১টায় বিদ্যালয়ের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিতর্কিকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করে। দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক শিক্ষক মো: শরিফুল ইসলাম মিঠু। বক্তব্য দেন দামুুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক সিমা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম ও প্রভাষক আশরাফুল হক। বিতর্কিকদের মধ্যে পক্ষে ছিলেন অর্থ প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফাহমিদা রহমান, নবম শ্রেণীর তরুণী খাতুন ও অষ্টম শ্রেণীর রাফিয়া সুলতানা রিয়া। বিপক্ষে ছিলেন অষ্টম শ্রেণীর নাজনীন নাহার, নবম শ্রেণীর মায়েদা খাতুন ও শ্রেণীর ইয়াসমিন সুলতানা রাণী।