ঢাকাTuesday , 5 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

‎দুর্গাপুরে জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপন।

দেশ চ্যানেল
August 5, 2025 5:13 pm
Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে দুর্গাপুর উপজেলা চত্তরে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ কর্মসুচি পালন করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজল এর নেতৃত্বে এসব গাছ রোপন করা হয়।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা চত্বরের সামনে এসব বৃক্ষ রোপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম আজম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয় ও সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম, জেলা যুবদলের সদস্য জেমস, জেলা যুবদলের সদস্য মাসুম রানা, জেলা যুবদলের সদস্য মজনু, জেলা যুবদলের সদস্য ফারুক, উপজেলা যুবদল সদস্য আলিফ, যুবনেতা আফজাল ও জাহাঙ্গীর, রাকিব, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব সাকিব, যুগ্ন-আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, আল সাইফ জীবনসহ প্রমূখ।

‎এ বিষয়ে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরত্ন জনাব তারেক রহমান বাংলাদেশের  জলবায়ু ও আবহাওয়া খেয়াল রেখে সামনের দিনে  বিএনপি ক্ষমতায় আসলে যে পরিকল্পনা গ্রহন করেছেন। তিনি বলেছেন পাঁচ বছরে কমপক্ষে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে, তারই নির্দেশনাকে ধারণ করে রাজশাহী জেলা যুবদল এ কর্মসূচি শুরু করেছে।

‎তিনি আরও জানান, আমি রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজল, যুবদলের ২৩ ইউনিটে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ দুর্গাপুর এসে নেতৃবৃন্দদের সাথে নিয়ে  উপজেলা চত্বরের ভিতর বৃক্ষরোপন করলাম এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। দেশরত্ন জনাব তারেক রহমান দেশে আসার পরে যেভাবে দিকনির্দেশনা মূলক কার্যক্রম দিবেন সেভাবে আমরা পালন করব। বাংলাদেশ জলবায়ুতে শান্তির দেশ হিসেবে বাংলাদেশের জলবায়ু ভারসাম্য রক্ষার্থে গাছের অবদান অপরিসীম সুতরাং এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST