মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জের উদ্যোগে ১শত দুস্থ পরিবারের মাঝে রমজান মাসের ফুড প্যাকেজ(খাবার সামগ্রী)বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে কাতার রেড ক্রিসেন্টের রামাদান ক্যাম্পইন-২০২৪ এর সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।রমজানের এই ফুড প্যাকেজে ছিল-১ কেজি খেজুর,১ লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি, ১কেজি লবন,১ কেজি মুড়ি,১ কেজি ছোলা, ১ কেজি সুজি,১/২ কেজি বেসন, ২ প্যাকেট প্লেন সেমাই।আবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল,রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফারুক বীন ইউসুফ পাপ্পু,সেক্রেটারি এডভোকেট মোঃ হাসান ফেরদৌস জুয়েল,কার্যনির্বাহী কমিটির সদস্য দিলীপ কুমার মন্ডল,ইউনিট লেভেল অফিসার কাউছার আহমেদ,উপযুব প্রধান-১ রুকসী আক্তারসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দএছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি ও কমিউনিকেশন অফিসার মোঃ খালেদ বাস্তামান,কমিউনিকেশন ডিপার্টমেন্ট‘র ক্যামেরাম্যান জাকির হোসেন প্রমূখ।