ঢাকাThursday , 5 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

দেশ চ্যানেল
October 5, 2023 12:33 pm
Link Copied!

মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় সরকারি কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতি নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৫ই অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্প্রসারিত হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রেহেনা আক্তার ।

ছবি : দেশ চ্যানেল

এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল,, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধাআব্দুর রাজ্জাক মোল্লা,
জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ,সদর চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ধামশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান , দৌলতপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহসিন,
দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দীকা প্রমূখ।

মতবিনিময় সভায় কর্মকর্তারা তাদের দপ্তরের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। এ সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন -বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি কাজেই স্মার্ট হতে হবে । স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসুন আমরা এই দেশকে ভালবাসি দেশের মানুষের জন্য কাজ করি ।যে যেখানে আছি সেখান থেকে কাজ করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST