নিয়ামুল ইসলাম, ধুনট, বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলায় দুস্থ অসহায় মানুষের মাঝে জামায়াতে ইসলামীর সাহরী ও ইফতার সামগ্রী উপহার বিতরণ করেছে। ১৫ মার্চ শনিবার সকালে আদর্শ কেজি স্কুল মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা ও ধুনটের গণমানুষের নেতা আলহাজ্ব দবিবুর রহমান।
জামায়াতে ইসলামী ধুনট উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা আঃ করিম সঞ্চালনায় ইফতার সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ধুনট উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মেদ, বায়তুলমাল সম্পাদক তরিকুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।